মালদা

আসন্ন পঞ্চায়েত নির্বাচনের জন্য প্রস্তুতি তৃণমূলের

২০১৮ সালের আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে নিজেদের দলকে শক্তিশালী করে তুলতে এখন থেকেই মাঠে নেমে পড়েছে বিভিন্ন রাজনৈতিক দল গুলি। গাজোলের দেওতলা অঞ্চল তৃণমূল কংগ্রেসের ডাকে অঞ্চল সম্মেলনের প্রকাশ্য সমাবেশের আয়োজন করা হয়। ২০১৩ সালের পঞ্চায়েত নির্বাচনে গাজোল ব্লকে তেমন ভাবে সাফল্য ণা পেলেও পরবর্তীকালে গাজোল পঞ্চায়েত সমিতি এবং বিধানসভা নির্বাচনের পর গাজোলের সবকটি গ্রাম পঞ্চায়েতের সদস্যদের নিজেদের দলে এনে সবকটি পঞ্চায়েত দখল করে তৃণমূল। এবার সাংগঠনিক শক্তির জেরে নির্বাচনে আবার সবকটি গ্রাম পঞ্চায়েত দখল করার লক্ষ্য নিয়ে কোমর বেঁধে মাঠে নেমে পড়েছেন তারা। এক সময় বামপন্থীদের শক্ত ঘাটি হিসেবে পরিচিত দেওতলাতে এদিন তৃণমূলের অঞ্চল সম্মেলনটি অনুষ্ঠিত হয়। বিকেলে সম্মেলন উপলক্ষে আয়োজিত সভায় উপস্থিত ছিলেন বিধায়ক দিপালী বিশ্বাস, জেলা নেতৃত্ব অমল কিস্কু, জেলা পরিষদের শিক্ষা ও তথ্য সংস্কৃতির কর্মাধ্যক্ষ দিলরুবা ইয়াসমিন প্রমুখ। এদিন একটি র‍্যালিও করা হয়। ব্যানার হাতে নিয়ে গাজোল ব্লক তৃণমূলের সভাপতি রঞ্জিত বিশ্বাস ও বহু তৃণমূল কর্মী সমর্থকরা এই র‍্যালিতে অংশ গ্রহণ করে।